শিল্পে দীর্ঘ মেয়াদি মূলধন সংগ্রহে পুঁজিবাজারই উত্তম

দেশে শিল্পখাতে দীর্ঘমেয়াদী ঋণদানের জন্য কোনও প্রতিষ্ঠান নেই। ব্যাংকগুলোর জন্য স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ দেওয়া কঠিন। ব্যাংকের স্বল্পমেয়াদী ঋণই খেলাপি বাড়ার অন্যতম কারণ। স্বল্প মেয়াদী ঋণ নিয়ে শিল্প চালুর আগেই অর্থ পরিশোধ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্যোক্তারা। এক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান অনিচ্ছা স্বত্বেও খেলাপি হয়ে যায়। তাই দীর্ঘমেয়াদী ঋণের বিকল্প উৎস হিসেবে বন্ড মার্কেট অপরিহার্য বা পুঁজিবাজার সুবিধাজনক।

আমাদের দেশের পুঁজিবাজারের মূল সংকট হচ্ছে অনিয়ম। এটি দূর করাই বড় চ্যালেঞ্জ। নিয়মের মধ্যে থেকে যদি কোম্পানিগুলো পুঁজিবাজর থেকে মূলধন সংগ্রহ করে তা হলে সংকট সৃষ্টি হওয়ার কথা নয়। এর জন্য একটি উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠা করা সময়ের দাবি। বর্তমান সময়ে পুঁজিবাজারকে এড়িয়ে গিয়ে অর্থনীতি দাঁড় করানো কিংবা শিল্পায়ন ত্বরান্বিত করা খুবই কঠিন কাজ। তা পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা করে শিল্পায়নের সুযোগ অবারিত করা প্রয়োজন। এতে দেশে শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। এটি সার্বিকভাবে অর্থনীতির উপকারে আসবে। একই সঙ্গে ঋণের জন্য ব্যাংক মুখি হওয়ার প্রবণতা কমে আসবে।

Tagged