ব্লক মার্কেটে ৩১ কোম্পানির লেনদেন ১৬২ কোটি টাকা

এসএমজে ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬২ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৫৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন লিমিটেড। কোম্পানিটির মোট ৫৫ কোটি ৪ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডে মোট ১২ কোটি লাখ ৫০ লাখ ৯৮হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্সে, প্রাইম ব্যাংকে, আনোয়ার গ্যালভানাইজিং, রেনাটা লিমিটেডে, জিবিবি পাওয়ার, এসএস স্টিল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ডেলটা ব্রাক হাউজিংয়, বিডি ফাইন্যান্স, সামিট পাওয়ার, কোহিনুর কেমিক্যাল, আমান ফিড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ক্রীষ্টাল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্সে, রবি আজিয়াটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েট অক্সিজেন, ন্যাশনাল পলিমার, নাভানা সিএনজি, আমান কটন ফাইভার, আফতাব অটো, ও প্রগতি ইন্স্যুরেন্সে লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/সা

 

Tagged