১৯ জানুয়ারি এসএমজে পর্যবেক্ষণ
![]() | |||
সর্বমোট লেনদেনকৃত টাকা (মিলিয়ন) |
মোট হাতবদল | হাতবদলকৃত মোট শেয়ার সংখ্যা |
আজকের বাজার মূলধন (মিলিয়ন) |
12909.018 | 196643 | 406680700 | |
দরবৃদ্ধির কোম্পানির সংখ্যা | দরকমার কোম্পানির সংখ্যা | দর অপরিবর্তিত কোম্পানির সংখ্যা | সার্কিট ব্রেকার স্পর্শকারি কোম্পানির সংখ্যা |
181 | 106 | 70 | |
সার্বিক মূল্য সূচক | সার্বিক মূল্য সূচকের পরিবর্তন | শরিয়া মূল্য সূচক | ডিএস৩০ মূল্য সূচক |
5820.80993 | 19.08774 | 1291.85030 | 2203.39062 |
লেনদেনে ধারাবাহিকতা প্রয়োজন
দেশের পুঁজিবাজারে সাম্প্রতিক লেনদেন চিত্র ইতিবাচক। তবে এর ধারাবাহিকতা থাকা প্রয়োজন। মাঝে-মধ্যে দেখা যাচ্ছে লেনদেন প্রায় অর্ধেকে নেমে আসছে। গত দুদিন পতনের পর সূচকে আজা উত্থান দেখা গেছে। গত কয়েকদিনের সঙ্গে তুলনা করলে এদিন লেনদেন প্রায় অর্ধেক কমেছে। পুঁজিবাজারে উত্থান-পতন একটি সাধারণ বিষয়। তারপরও যৌক্তিক কারণ থাকা চাই। বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানির অবস্থার ভিত্তিতে বিষয়টি নির্ধারিত হলেই বাজারে স্থিতিশীলতার লক্ষণ ফুটে উঠবে। এভাবে বাজারের গুণগত পরিবর্তন আসতে পারে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সাবির্ক সূচক বেড়েছে ১৯ পয়েন্টেরও বেশি। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।