বিনিয়োগকারীরা ঠকলে পুঁজিবাজারও ঠকে যায়

পুঁজিবাজারে লাভ-লোকসান একটি স্বাভাবিক বিষয়। জীবনে কখনো লোকসান করেননি এমন বিনিয়োগকারী খুঁজে পাওয়া যাবে না। তাই এক কথায় বলা যায়, লাভ-লোকসানই পুঁজিবাজারের ধর্ম। এই বিষয়টি মাথায় রেখেই সচেতন বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আসেন। তারা জানেন এখানে ঝুঁকি রয়েছে। আবার ঝুঁকি এড়িয়ে লেনদেন করার উপায়ও আছে। তারা অনেক সময় সেটি করেন এবং সফল হন। আবার সব লোকসানই বিনিয়োগকারীর ব্যর্থতা নয়। এখানে অন্য অনেক কারণ থাকতে পারে। যেমন যে কোম্পানির শেয়ার কেনা হয়েছে, সেটির আর্থিক অবস্থা তখন ভালো ছিলো পরে মন্দ হয়েছে। এ কারণে ওই কোম্পানির শেয়ারের দরপতনের ফলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর লোকসান হতে পারে। এছাড়া আরও অন্য অনেক কারণ থাকতে পারে। কথা হচ্ছে, এসবের বাইরেও আরও একটি বড় কারণ আমাদের দেশের পুঁজিবাজারে প্রায়শই দেখা যায় সেটি হচ্ছে, বিনিয়োগকারীদের ঠকানো হয়। তাদের সঙ্গে প্রতারণা করা হয়, অনিয়ম করা হয়। কতিপয় ব্যক্তি , চক্র বা প্রতিষ্ঠান এ ধরনের তৎপরতায় সক্রিয় থাকে। এটি এ দেশের পুঁজিবাজারের জন্য খুবই ক্ষতিকর একটি বিষয়। এর থেকে বের হতে না পারলে ভবিষ্যতে উন্নতি করা অসম্ভব। শেষ পর্যন্ত যে কথাটি বলা যায়, সেটি হচ্ছে অনিয়ম করে বিনিয়োগকারীদের ঠকালে পুঁজিবাজারও ঠকে যায়। কারণ এখানে আস্থা ও বিশ্বাসের সংকট তৈরি হয়। এটি পুঁজিবাজারের জন্য খুবই নেতিবাচক একটি দিক; যা কাটিয়ে উঠার বিকল্প নেই।

Tagged