পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে

দেশের পুঁজিবাজারের বিকাশ ঘটাতে হলে উন্নত পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনায় অগ্রগামিতা না থাকলে কোনো কিছুর সঠিক বিকাশ সম্ভব নয়। দেশের পুঁজিবাজারের সব প্রতিবন্ধকতা যেমন দূর করতে হবে, পাশাপাশি উন্নত পরিকল্পনাও থাকতে হবে। আমাদের দেশে পুঁজিবাজারের সম্ভাবনাটা কোন কোন ক্ষেত্রে রয়েছে, সেটিও খুঁজে বের করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। এটি অস্বীকার করার উপায় নেই। নেতিবাচক কিছু বিষয় নিশ্চয়ই রয়েছে। তারপরও আমাদের গর্ব করার বিষয়ও কম নেই। দেশ স্বাধীন হওয়ার কারণেই আমরা একটি উন্নত পুঁজিবাজারের স্বপ্ন দেখছি। গত পঞ্চাশ বছরে আমাদের দেশে অনেক ধরনের শিল্পের বিকাশ হয়েছে। এখানে বড় বড় শিল্পগোষ্ঠী গড়ে উঠেছে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাও কম নয়। আমরা পুঁজিবাজার বিকাশের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ কাজে লাগাতে পারিনি। এখনও অনেক কোম্পানি পুঁজিবাজারের বাইরে রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজিবাজারে আনার ক্ষেত্রে পরিকল্পনার ঘাটতি পরিলক্ষিত হয়। এটি দূর হওয়ার দরকার। ৫০ লাখ থেকে ৫ কোটি টাকাও যাতে কেউ চাইলে বাজার থেকে তুলতে পারেন, তেমন ব্যবস্থা থাকা দরকার। এটি পুঁজিবাজারের বিকাশকে ত্বরান্বিত করবে বলে আমাদের বিশ্বাস।