বিনিয়োগকারীরা পুঁজিবাজারের মূল শক্তি

পুঁজিবাজারের পরিসর বাড়ছে। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্ব আসার পর এই ধরনের চেষ্টা অব্যাহত আছে। গত প্রায় এক দশক ধরে পুঁজিবাজারে যে ধরনেরর মন্দা পরিস্থিতি ছিলো, সেটি এখন আর নেই। এক্ষেত্রে নীতিনির্ধারকদের ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। এতে পুঁজিবাজার নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন সাধারণ বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এর ফলেই বাজারের চেহারায় পরিবর্তন আসছে। কারণ বিনিয়োগকারীরাই হচ্ছেন পুঁজিবাজারের মূল শক্তি। এই শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারলে আরও আগেই বাজারে গুণগত পরিবর্তন সম্ভব ছিল। তবে আশার কথা হচ্ছে, বিলম্বে হলেও সংশ্লিষ্টরা কিছুটা বুঝতে পারছেন বলে মনে হচ্ছে। এই বুঝার বিষয়টি হচ্ছে দৃষ্টিভঙিগত। যার কারণে বাজারে পরিবর্তন দৃশ্যমান।

আমরা অনেক আগে থেকেই বলে আসছি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি। এ বিষয়ে বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টিভঙি বেশ ইতিবাচক। আমাদের দেশ জনবহুল। সে তুলনায় সম্পদ সীমিত। এ কারণে সঠিক পরিকল্পনা নিয়ে পুঁজিবাজারে মানুষকে যুক্ত করতে পারলে ভালো ফল পাওয়া যেতে পারে। যার উপর ভিত্তি করে শুধু পুঁজিবাজার নয় গোটা অর্থনীতিতেই একটা ইতিবাচক ধারা সৃষ্টি হতে পারে।

Tagged