করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতির সহায়ক হতে পারে পুঁজিবাজার

বৈশ্বিক অতিমারি কোভিড-১৯-এর কারণে বিশ্বজুড়েই অর্থনীতি কম-বেশি ক্ষতিগ্রস্ত। এমন বাস্তবতা আধুনিক অর্থনীতিতে প্রথম। তাই বিভিন্ন দেশে চেষ্টা চলছে এই ক্ষতি কাটিয়ে ওঠার। নানা ধরনের মত প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। এ ক্ষেত্রে বাংলাদেশও এর বাইরে নয়। আমাদেরও ভাবতে হবে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি নিয়ে। যেহেতু এ ধরনের পরিস্থিতি মোকাবেলার পূর্ব অভিজ্ঞতা আমাদের নেই, তাই ভাবনার ক্ষেত্রেও গতানুগতিকতার বাইরে গিয়ে চিন্তা করতে হবে। এই বিবেচনায় পুঁজিবাজারকে সহায়ক শক্তি হিসেবে মনে করার সুযোগ রয়েছে।

মুখস্থ বিদ্যা অনেক সময় কাজে দেয় না। তাই সংকটের ধরন বিবেচনা করে সমাধানের নতুন নতুন পথ খুঁজতে হয়। বিশ্বব্যাপি অর্থনীতির অন্যতম অংশ হিসেবে পুঁজিবাজারকে মনে করা হয়। অনেক উন্নত দেশ পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতির ভিত্তি মজবুত করেছে। আমরা এখনও সেই অনুযায়ী পারিনি। তবে পারিনি বলে কখনো পারবো না, এমন নয়। প্রয়োজন হচ্ছে, নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণের।

আমরা মনে করি, লক্ষ্য স্থির করে পদক্ষেপ নিতে পারলে, পুঁজিবাজারের পরিসর ও কার্যকারিতা বাড়ানো সম্ভব। এটি করতে পারলে কেবল পুঁজিবাজারই লাভবান হবে না, গোটা অর্থনীতি এর সুফল পাবে।

Tagged