ডরিন পাওয়ারের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভূক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেড এবছর ১৭ শতাংশ ক্যাশ এবং ১৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারী সেলিম চৌধুরী বলেন- ১৭ শতাংশ ক্যাশ এবং ১৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় আমরা আনন্দিত।কোম্পানির টার্নওভার এবং ইপিএস দুটোই বাড়ায় আমরা খুশি। তবে আগামী বছরগুলোতে এই ডিভিডেন্ডের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করি।

আজ (বৃহস্পতিবার) ১২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট ট্রাস্ট মিলনায়তনে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেডের ১২তম এজিএম অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়্যারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং সাধারণ বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/রা

Tagged