আবারও তিনশ কোটির ঘরে লেনদেন

টানা দুদিন দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের নামমাত্র উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ৪ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ৯৩০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা। অর্থাৎ আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৪১টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১২২টি আর অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ ৩ গুণ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে। এদিন আবরও লেনদন তিনশ কোটি টাকার ঘরে নেমে এসেছে। ফলে বাজারের দীর্ঘ মন্দার কারণে লেনদেনের এই অবস্থা খুবই হতাশাজনক।

Tagged