পুঁজিবাজারে সবার আগে প্রয়োজন সুশাসন

শুধু পুঁজিবাজার নয়, যেকোনো বিষয়েই সবার আগে দরকার সুশাসন। বাংলাদেশে এমন অনেক জায়গা রয়েছে যেখান সুশাসন নেই বলে উন্নতি হচ্ছে না। আর পুঁজিবাজার তো এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লাখ লাখ বিনিয়োগকারী, শত শত কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। যেখানে ‍সুশাসন খুবই গুরত্ব বহন করে। কিন্তু দেখা যায়, অনেক সময় পুঁজিবাজারের মতো স্পর্শকাতর জায়গায় সুশাসনের অভাবে অনেক কিছু ঠিকঠাক মতো হয় না। এটি অবশ্যই দুঃখজনক।

বিশেষ করে যারা পুঁজিবাজারের বিষয়ে বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের সততা, যোগ্যতা ও আন্তরিকতা থাকাটা খুবই প্রয়োজন। না হলে কখনোই সুশাসন কয়েম হওয়া সম্ভব নয়। কিন্তু দেখা যায় অনেক সময় বিষয়টি কার্যকর হয় না। যার ফলে খেসারত দিতে হয় সাধারণ বিনিয়োগকারীদের। বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার নিয়ে যে কারসাজি হয়, সেটিকে সুশাসনের ঘাটতিই বলা চলে। তাই আমরা বলতে চাই পুঁজিবাজারে আগে সুশাসন থাকাটা জরুরি বিষয়।  এটি করতে ব্যর্থ হলে কোনো কিছুই কার্যকর করা সম্ভব নয়। তাই পুঁজিবাজারে সুশাসন নিয়ে নীতিনীর্ধারকদের বিশেষভাবে ভাবতে হবে।

Tagged