প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা

রুশ-উক্রেন যুদ্ধ কেন্দ্র করে বাংলাদেশের পুঁজিবাজারে যে পতন শুরু হয়েছে, সেটি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি এমন হচ্ছে যে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেন বাংলাদেশেই শুরু হয়েছে। অন্যদিকে ইউরোপসহ অন্যান্য দেশের পুঁজিবাজারের যুদ্ধের প্রভাব পড়লেও সেটি ক্রমাগত কাটিয়ে উঠছে। কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারের চিত্র উল্টো।

পুঁজিবাজারে পতন ঠেকাতে ফ্লোর প্রাইস বেধে দিলেও, সেটি এখন বিনিয়োগকারীদের গলার কাঁটা উঠেছে। যে সকল বিনিয়োগকারী মার্জিনের মাধ্যমে বিনিয়োগ করেছেন, তারা এখন মূল পুঁজিও হারাচ্ছেন মার্জিনের কারণে। একদিকে বিনিয়োগকারীদের পুঁজি রক্ষায় ফ্লোর প্রাইস বেধে দেওয়া হয়েছে, অন্যদিকে ফ্লোর প্রাইসের কারণে শেয়ার বিক্রি না করতে পারায়, মার্জিনের চাপে নিজেদের পুঁজি হাড়াচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তেমন কোন উদ্যোগও নিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু কয়েকদিন পর পর ফ্লোর প্রাইস তুলে দেওয়ার গুজব বাজারে ছড়িয়ে দিয়ে বড় পতনের চেষ্টা করে একটি চক্র। গত দুই দিন ধরে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। যার কারণে সপ্তাহের প্রথম দিন থেকেই বাজারে বড় পতন হচ্ছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

Tagged