ছয় হাজার পয়েন্টে সূচক কতটা টেকসই

আবারও সাড়ে ৩৯ মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার পয়েন্ট ছাড়াল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮ পয়েন্টে।

এর আগে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার পয়েন্টের ওপরে যায়। ওই দিন লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৫০ পয়েন্ট। তবে সূচক বাড়লেও এদিন দরপতন হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের। লেনদেন ছাড়িয়ে গেছে দুই হাজার কোটি টাকা।

আগেও সূচকে এমন উলম্ফন দেখা গেছে। পরে আর সেই জায়গায় থাকেনি। কমে এসেছে। এখন কথা হচ্ছে, সূচকের এই অবস্থান কতটা টেকসই? আসন্ন জাতীয় বাজেটে আগে সূচকের এই অগ্রগতি অবশ্যই ইতিবাচক। তবে এর প্রকৃত ফলাফল দেখার জন্য সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে সূচক পাঁচ হাজারের ঘরে রয়েছে। আরও যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, এখনও অনেক ভালো কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে রয়েছে। এসব কোম্পানিতে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা বিপাকে রয়েছেন।  তাই সার্বিকভাবে বাজারের চিত্র বোঝার জন্য আগামী দিনগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।

Tagged