সালাহ-মানের গোলে শীর্ষেই থেকে গেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক:

২৮ ম্যাচের ২৬টিতেই জয়। শিরোপা প্রায় নিজেদের করে নিয়েছে লিভারপুল। অবস্থানটি আরো পোক্ত করার লক্ষ্যে গতকাল শনিবার নিজেদের মাঠে অ্যানফিল্ডে বোর্নমুথের বিপক্ষে নামে লিভারপুল। ম্যাচে পিছিয়ে থেকেও সালাহ ও মানের গোলে বোর্নমুথকে ২-১ ব্যবধানে হারিয়েছে অলরেডরা।

ম্যাচের ৯ম মিনিটে মার্কিন ফরোয়ার্ড কালাম উইলসনের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে গোল হজম করে বসে থাকেনি অলরেডরা। মানের পাস থেকে ২৫তম মিনিটে নিচু শটে জাল খুঁজে নেন মোহাম্মদ সালাহ। সমতায় ফেরে লিভারপুল।

সমতায় ফেরার পর আক্রমণের ঢেউ তুলে লিভারপুল। তাই এগিয়ে যেতেও বেশি সময় লাগেনি তাদের। ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের অ্যাসিস্ট থেকে সাদিও মানের গোলে ব্যবধানটা ২-১ করে বিরতিতে যায় ক্লপের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ আরো বাড়ায় দুইদল কিন্তু গোলের দেখা পায়নি কেউই। অবশেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ে পয়েন্ট তালিকার সিংহাসনটা নিজেদের দখলেই রেখে দিল অলরেডরা। দ্বিতীয় স্থানে থাকা গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ২৫। ২৯ ম্যাচে ২৭ জয়, ১ পরাজয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৮২। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে সিটিজেনরা আছে দ্বিতীয় স্থানে।

এসএমজে/২৪/বা

Tagged