বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে প্রথম তিনজন কোভিড ১৯ (করোনাভাইরাস)-এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ, রোববার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল (শনিবার) তাদের শরীরে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। এদের মধ্যে দুইজন ইতালি ফেরত বাংলাদেশি। ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক জানিয়েছেন, আক্রান্ত তিনজন রোগীর অবস্থায়ই স্থিতিশীল। তারা ভালো আছেন। তবে আইসোলেশনে থাকবেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কোনো স্কুল, কলেজ বন্ধ করার প্রয়োজন নেই। তবে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে।

উল্লেখ্য, বিশ্বেজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ৩৬০০ মানুষ।

এসএমজে/২৪/বা

Tagged