সামান্য আর্থিক জরিমানা কারসাজি চক্রের জন্য আশির্বাদ

কারসাজির অসুস্থ প্রতিযোগিতা পুঁজিবাজারকে আরও বেশি অস্থিতিশীল করে তুলছে। একেক বার একেক প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে কারসাজি চালিয়েই যাচ্ছে বিভিন্ন চক্র। আর এই চক্রকে থামানোর মতো কার্যকর কোন পদক্ষেপও দেখা যায় না। পদক্ষেপ হিসেবে নিয়ন্ত্রক সংস্থা কিছু জরিমানা করলেও তা কারসাজি চক্রকে কারসাজিতে উৎসাহিতই করে। কারণ যে পরিমাণ অর্থ কারসাজি করে আয় করে, তার ১-২ শতাংশ জরিমানা দিয়ে যদি মাপ পাওয়া যায়, তাহলে সেই জরিমানা কারসাজি চক্রের জন্য আশীর্বাদ ছাড়া আর কিছুই না।

এ কারণে আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছি কারসাজির জন্য শুধু আর্থি জরিমান নয় কারাদণ্ডের ব্যবস্থা করা হোক। কারণ যারা কারসাজি করে, সামান্য পরিমাণ অর্থ জরিমানা দিয়ে পার পেয়ে গিয়ে আবারও কারসাজিতে জড়িয়ে পড়ে। এ কারণে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। তাই প্রতিনিয়ত কারসাজির মধ্য দিয়ে দেশের পুঁজিবাজার অস্থির হয়ে উঠছে। এই বাস্তবতায় স্থিতিশীল পুঁজিবাজারের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। আর ক্ষতির শিকার হচ্ছেন লাখ লাখ সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারী। এটি শুধু পুঁজিবাজার নয়, দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে।

Tagged