সুশাসন ছাড়া পুঁজিবাজার স্থিতিশীল করা সম্ভব নয়

পুঁজিবাজার থেকে সব ধরনের অনিয়ম দূর করতে হলে প্রয়োজন সুশাসন। আর সুশাসন না থাকলে পুঁজিবাজার স্থিতিশীল করা সম্ভব নয়। এ কারণে প্রথমেই ঠিক করতে হবে সৎ ও যোগ্য নেতৃত্ব। যারা পুঁজিবাজারকে নির্মোহভাবে ঢেলে সাজাতে চেষ্টা করবে। কারণ যারা বিভিন্ন দায়িত্বে থাকবেন, তাদেরকে অবশ্যই সৎ ও যোগ্য হতে হবে। বিশেষ করে সততা না থাকলে নেতৃত্বের সুফল পাওয়া যায় না। আমাদের দেশে নানাভাবে বিষয়টি প্রমাণিত হয়েছে। কারণ রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে, তা হলে বড় ধরনের সংকট তৈরি হয়। এটি কিছুতেই কাম্য নয়।

পুঁজিবাজার খুবই স্পর্শকাতর একটি জায়গা। এখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে সর্বনাশ হতে পারে। এ কারণে এখানে যোগ্য লোকের বিকল্প নেই। আর যোগ্য লোক পেতে হলে স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। নিজেদের পছন্দের বৃত্তের বাইরে লোক খুঁজতে হবে। আমরা মনে করি এখনও দেশে অনেক সৎ এবং যোগ্য লোক রয়েছেন। প্রয়োজন হচ্ছে তাদেরকে কাজে লাগানো। এটি যদি করা যায়, তা হলে পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তখন একটি স্থিতিশীল পুঁজিবাজারও গড়ে তোলা সহজ হবে।

Tagged