সাপ্তাহিক লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

এসএমজে ডেস্ক:

মাসের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে রয়েছে আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার  দর  কমেছে  ১২দশমিক ৮২ শতাংশ। সাপ্তাহিক লেনদেন হয়েছে ৪ কোটি ৯২ লাখ ৫৭ হাজার টাকা।

সাপ্তাহিক লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ দশমিক ৯ শতাংশ। লেনদেন হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৫ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্ট লিমিটেড।এই সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১১ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটির ২২ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হল- রানার অটোমোবাইলস, আমান ফীড, এমারেল ওয়েল ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট,  এমএল ডাইং এবং সামিট এলিয়েন্স পোর্ট লিমিটেঢ। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged