কমছে ডিএসইর বাজার মূলধন, লোকসানে বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক:

সময়ের সাথে পুজিঁবাজারে আগ্রহ কমছে বিনিয়োগকারীদের। কিছুদিন সূচকের উত্থান দেখা দিলেও আবার পতনের ধারায় ফিরে যায় দেশের শেয়ারবাজার। অধিকাংশ কোম্পানির শেয়ার দর হ্রাস পাওয়ার পাশাপাশি সূচকও নিম্নমুখি। সেইসাথে ক্রমান্বয়ে কমে যাচ্ছে ডিএসইর বাজার মূলধন। লোকসান ও হতাশায় আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারিরা। সেইসঙ্গে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না নতুন বিনিয়োগকারি।

গত সপ্তাহের পাচঁ কার্যদিবসের মধ্যে সূচক দুই কার্যদিবস ঊর্ধ্বমুখি থাকলেও বাকি তিন কার্যদিবসই সূচকের পতন অব্যাহত রয়েছে।

গত সপ্তাহের তিন কার্যদিবসের পতনে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ১২শ কোটির বেশি, দৈনিক গড়ে যার পরিমাণ সাড়ে চারশত কোটি টাকার বেশি। গত সাপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল

৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ কোটি ৮৫ লাখ  ৫৯ হাজার টাকা। এরপর সপ্তাহের শেষকার্যদিবসে বাজার মূলধন কমে দাড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৭ কোটি  ৬ লাখ ১৬ হাজার টাকায়।

এদিকে পাচঁ কার্যদিবসের দুইকার্যদিবস ডিএসইর প্রধান সূচক মোট কমেছে ১৫১ পয়েন্ট। যার বিপরীতে সূচক বেড়েছে মাত্র ৫৬ পয়েন্ট।

গতকাল ডিএসইর প্রধান সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৪ পয়েন্টে। অন্যদিকে এ সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকা।

উল্লেখ্য, সারাবিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে মারা গেছে মোট ২৯৭৯ জন। আর আক্রান্ত প্রায় ৮৬ হাজার জন। যার ফলে ভয়াবহ দরপতন হয়েছে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারে। বিশ্ব পরিস্থিতি আতঙ্কিত থাকায় শেয়ারবাজারে ব্যাপক দরপতন চলছে। বাদ পড়েনি দেশের শেয়ারবাজারও।

এসএমজে/২৪/মি

Tagged