বাস্তবায়নযোগ্য পদক্ষেপই আপাতত নেয়া হোক

কথামতো কাজ করতে না পারার দৃষ্টান্ত আমাদের দেশে নতুন নয়। প্রায়ই বিভিন্ন ক্ষেত্রে এমন চিত্র দেখা যায়। অনেক ঢাকঢোল পিটিয়ে সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়া হয়, পরে সেটি বাস্তবায়ন হয় না। এই ধরনের কাজে মানুষের আস্থা থাকে না। মানুষ অবিশ্বাস করতে শুরু করে। পরে সহজে বিশ্বাস ফিরিয়ে আনা যায় না। এতে সামগ্রিকভাবে কাজের কাজ কিছুই হয় না। উল্টে ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। বাংলাদেশের পুঁজিবাজারে এ ধরনের নজির ভুরি-ভুরি। যে কারণে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে সংশ্লিষ্টরা প্রায় হতাশা প্রকাশ করে থাকেন। এরপরও আমাদের পুঁজিবাজারে পরিবর্তন আসে না। অনেক কথা বলা হয়, প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু বাস্তবায়ন হয় না।

বর্তমানে পুঁজিবাজারের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। এই অবস্থা কাটানোর জন্য অনেক কিছু করার প্রয়োজন দেখা দিয়েছে। সরকার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানা সময় অনেক ধরনের পদক্ষেপের কথা জানানোও হয়েছে। এ প্রসঙ্গে বলতে চাই, আপাতত সেটুকু পদক্ষেপই নেয়া হোক, যেটুকু বাস্তাবায়ন করা সম্ভব। যা বাস্তবায়ন সম্ভব নয়, সে ধরনের পদক্ষেপ না নেয়াই উত্তম। এতে পুঁজিবাজার নিয়ে হতাশা কিছুটা হলেও কমবে।

Tagged