সর্ব্বোচ্চ পরিমাণ শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সর্বোচ্চ পরিমাণ শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে ফরচুন সুজ লিমিটেড।
এদিন কোম্পানিটির মোট ৫৫ লাখ ৪২ হাজার ৫৯৪টি শেয়ার ১ হাজার ৭৯৯ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ১৮ কোটি ৯১ লাখ ৮৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় স্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর মোট ৩১ লাখ ৯৩ হাজার ৮৮৩টি শেয়ার ১ হাজার ৪৫ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৭ কোটি ৯৭ লাখ ১৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এর মোট ১৯ লাখ ৬৩ হাজার ২৫২টি শেয়ার ৬৭৪ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ২ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে প্যাসিফিক ডেনিমস্ কোম্পানির ১৭ লাখ ৪০ হাজার ১০৩, গেøাবাল ইন্স্যুরেন্স কোম্পানির ১৭ লাখ ২৮ হাজার ৬৬৯, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানির ১৬ লাখ ৮৭ হাজার ২৫০, ভিইফএস থ্রেড ডাইং লিমিটেডের ১৬ লাখ ২৫ হাজার ৪৫৭, আর.এন. স্পিনিং মিলস্ লিমিটেডের ১৩ লাখ ৯১ হাজার ৪৩৬, প্রিমিয়ার ব্যাংকের ১৩ লাখ ২ হাজার ৯৪৬, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ লাখ ৪২ হাজার ১৩৪, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের ১২ লাখ ৩৩ হাজার ৪৩৯, ন্যাশনাল টিউবস্ লিমিটেডের ১১ লাখ ৯১ হাজার ৬০৪, এল আর গেøাবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ১৬ লাখ ৬৭ হাজার ১২৩, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ১১ লাখ ৬৫ হাজার ৯৮৭, সুরিদ ইন্ডাট্রিজ লিমিটেডের ১০ লাখ ৫৫ হাজার ৭০৫, রুপালি ইন্স্যুরেন্স কোম্পানির ৯ লাখ ৯২ হাজার ২২১, জেনারেসন নেক্সট ফ্যাশনস্ লিমিটেডের ৯ লাখ ৫৮ হাজার ৮৩৮, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৯ লাখ ৬ হাজার ৬৪১, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৯ লাখ ১ হাজার ৪৪৭, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৮ লাখ ৯০ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/এল

Tagged