বৃহস্পতিবার সর্ব্বোচ্চ লেনদেন হওয়া ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড। এ কোম্পানির মোট ১৯ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এ সময় ১১ লাখ ৯১ হাজার ৬০৪টি শেয়ার ৪ হাজার ৭৩৩ বার হাতবদল হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকয় দ্বিতীয় ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির মোট ১৮ কোটি ৯১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ৫৫ লাখ ৪২ হাজার ৫৯৪টি শেয়ার ১ হাজার ৭৯৯ বার হাতবদল হয়।
তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানির মোট ১৪ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানির ৬ লাখ ৩০ হাজার ৬১৬টি শেয়ার ২ হাজার ৩৩৬ বার হাতবদল হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু জুট স্টাফলার ১২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার, বীকন ফার্মাসিউটিক্যালস ৭ কোটি ৯৭ লাখ ১৯ হাজার, জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস ৭ কোটি ৯২ লাখ ৭৬ হাজার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানির ৭ কোটি ৪০ লাখ ৭৩ হাজার, লিগাসি ফুটওয়ার ৭ কোটি ৩২ লাখ ১ হাজার, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ৭ কোটি ২১ লাখ ১৫ হাজার, ন্যাশনাল পলিমার ৬ কোটি ৯০ লাখ ৯৮ হাজার, রেনেটা ৫ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার, স্টাইলক্রাফট ৫ কোটি ৫১ লাখ ৮ হাজার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ৫ কোটি ২৭ লাখ ৪৪ হাজার, গ্রামীণ ফোনের ৫ কোটি ৪ লাখ ৩৯ হাজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্সের ৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার, খুলনা পাওয়ার কোম্পানির ৪ কোটি ২৩ লাখ ৬৬ হাজার, গেøাবাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ১৫ লাখ ৭২ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪ কোটি ৭ লাখ ৪২ হাজার, এবং ভিএফএস থ্রেড ডাইং ৪ কোটি ২ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদন হয়।
এসএমজে/২৪/মি

Tagged