সব শেয়ারের ফেসভ্যালু সমান: তেল ও ঘিয়ের একই দাম!

কথায় আছে, যেখাখোনে তেল ও ঘিয়ের দাম সমান, সেখানে ন্যায্যতা বিঘ্নিত হয়। বাংলাদেশের পুঁজিবাজারেও তালিকাভুক্ত কেম্পানিগুলোর শেয়ারের ফেসভ্যালুর ক্ষেত্রে যেনো এমনই অবস্থা বিরাজমান। এখানে সব কোম্পানির শেয়ারের ফেসভ্যালু সমান। এটি বিশ্বের কোনো দেশেই নেই। এ যেনো এক অরাজ অবস্থা। এই অবস্থা নিরসন হওয়া দরকার।

খুব স্বাভাবিকভাবেই পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা এক নয়। বড় মূলধনী ও স্বল্পমূলধনী কোম্পানি রয়েছে। কোনো কোম্পানির পরিশোধিত মূলধন কম, কোনোটার বেশি। মুনাফার হার ও অবকাঠামো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম। ফলে এসব বিষয় এড়িয়ে গিয়ে কোম্পানির শেয়ারের ফেসভ্যালু নির্ধারণ হওয়াটা কতটা যৌক্তিক? এতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে জটিলতা সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক। এ কারণে অনেক সময় কোম্পানির প্রকৃত অবস্থা বিনিয়োগকারীদের বুঝতে সমস্যা হয়।

আমরা আগেও বলেছি, যৌক্তিক কারণেই পুঁজিবাজার থেকে অভিন্ন ফেসভ্যালুর বিষয়টি উঠিয়ে দেয়া দরকার। আমরা জানি না সংশ্লিষ্টরা কেনো বিষয়টি আমলে নিচ্ছেন না। অভিন্ন ফেসভ্যালু পুঁজিবাজারের কী ধরনের উপকার করছে, এটিও স্পষ্ট নয়। এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। আমরা আশা করবো নতুন নেতৃত্ব পুঁজিবাজারের স্বার্থে বিষয়টি ভেবে দেখবেন।

Tagged