পুঁজিবাজারে কেবল ডিজিটাল উন্নতিই যথেষ্ট নয়

অস্বীকার করার উপায় নেই বিশ্বজুড়ে ডিজিটালেজেশন এখন উন্নয়নের বড় শর্ত। এই শর্ত পূরণ বাদ রেখে উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি কম গুরুত্বপূর্ণ নয়। বিশেষ করে দেশের পুঁজিবাজারে এটি উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। তবে কেবল ডিজিটাল উন্নতিই যথেষ্ট নয়। এখানে নানামুখী বিষয় রয়েছে। সেগুলোও এড়িয়ে যাওয়ার উপায় নেই।

লেনদেনে টি-টুকে টি-জিরো করা, লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে দ্রুত পৌঁছানো, অভিন্ন ফেসভ্যালু বাতিল করাসহ আরও বিষয় রয়েছে, যা পুঁজিবাজারের ক্ষেত্রে দ্রুত বিবেচনায় নেওয়া দরকার। তা নাহলে ডিজিটাল ব্যবস্থাপনা দিয়েও খুব একটা সুবিধা পাওয়া যাবে না। এ কারণেই পুঁজিবাজারের সামগ্রিক উন্নতির বিষয়টি আগে দেখা প্রয়োজন। এটি করা সম্ভব হলে অনেক সম্ভাবনা সৃষ্টি হবে। অবারিত সুযোগ তৈরি হবে উন্নয়নের ক্ষেত্রে। তখন পুঁজিবাজারের স্বচ্ছতা বাড়তেই থাকবে। এভাবে এগোনো গেলে দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক সমকক্ষতা অর্জন করতে পারবে। আজ হোক কাল হোক আমাদের সেদিকেই যেতে হবে। তাই পুঁজিবাজারের যারা নীতির্ধারক তাদেরকেই এবিষয়ে উদ্যোগী হতে হবে। তাহলে সংশ্লিষ্ট সব স্তরে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায়।

Tagged