আজ ব্লক মার্কেটে ২৬ কোম্পানির লেনদেন ২৪ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমাবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির মোট ৪৫ লাখ ৬৭ হাজার ৭৫২টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ২৪ কোটি ৮২ লাখ ৮২ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানিটির মোট ১২ কোটি ৫৭ লাখ ৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ। কোম্পানিটির মোট ৩ কোটি  ৪০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মোট ২ কোটি  ৫৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল:- অগ্রনী ইন্স্যুরেন্স, বিডি থাই, বার্জার পেইন্টস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা ব্র্যাক, ড্রাগন সুয়েটার, ই-জেনারেশন, এনার্জিপ্যাক পাওয়ার, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইএফআইসি ব্যাংক, কহিনুর কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, পাওয়ার গ্রীড, রেকিডবেনকিজার, রিপাবলিক, সিলকো ফার্মা এবং স্টাইফ ক্রাফট লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged