মালেক স্পিনিংয়ের সহযোগী নিউ এশিয়া সিনথেটিকস পরিশোধিত মূলধন বাড়াবে

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলসের সহযোগী প্রতিষ্ঠান নিউ এশিয়া সিনথেটিকস লিমিটেড (এনএসএল) পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার নিউ এশিয়া সিনথেটিকসের পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।

সূত্র জানায়, সহযোগী কোম্পানিটি বিদ্যমান ৫০ কোটি টাকা থেকে ৬৬ কোটি টাকায় পরিশোধিত মূলধন বাড়াবে। একারণে কোম্পানিটি ৬৬ লাখ সাধারণ শেয়ার ছাড়বে। আর প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০০ টাকা।

নিউ এশিয়া উত্তোলিত অর্থ দিয়ে অতিরিক্ত জমি ক্রয়, সহায়ক বিনিয়োগ এবং অন্যান্য কাজে ব্যয় করবে।

এছাড়া নিউ এশিয়া সিনথেটিকসের পরিচালনা পর্ষদ অতিরিক্ত ১৫ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকার শেয়ার মালেক স্পিনিংকে প্রস্তাব করেছে। মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠানের প্রস্তাব অনুমোদন করেছে।

এর ফলে শেয়ারহোল্ডিংয়ের পরিমাণ অপরিবর্তিত থাকবে। মালেক স্পিনিং সহযোগীর প্রস্তাবিত অতিরিক্ত শেয়ার ইস্যু করবে কোম্পানির অভ্যন্তরীন ফান্ড বাড়ানোর জন্য।

সহযোগী প্রতিষ্ঠানটির প্রস্তাবিত মূলধন পুর্নগঠন এবং অতিরিক্ত জমি ক্রয় ও সহায়ক বিনিয়োগ কোম্পানির অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে।

মালেক স্পিনিংয়ের ২৭তম এজিএমে নিউ এশিয়া সিনথেটিকসের প্রস্তাবিত মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদন করবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged