দর কমার র্শীষ ১০ কোম্পানি

এসএমজে ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস অর্থাৎ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে আছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩০ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই দিন কোম্পানিটির ৭ লাখ ৪৪ হাজার ৮৮১টি শেয়ার ৬৭২ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাড়ায় ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকায়।
দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড শেয়ার দর কমেছে ৮ দশমিক ৪১ শতাংশ বা ৫০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৯ লাখ ৬৯ হাজার ৯০৮ শেয়ার ৩৯৫ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা উসমানি গøাস শীট ফ্যাক্টরী লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০৩ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩ লাখ ৩৭ হাজার ৪৪১টি শেয়ার ১ হাজার ৫৯২ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৭ শতাংশ, ন্যাশনাল টিউবস্রে ৫ দশমিক ৪১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ শতাংশ, এটল্স বাংলাদেশ লিমিটেডের ৪ দশমিক ৭৩ শতাংশ ও প্রাইম ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫৮ শতাংশ শেয়ার দর কমেছে।

এসএমজে/২৪/বা

Tagged