মার্জিন ঋণের সুবিধা পাবে না গ্লোবাল হেভি কেমিক্যালসের বিনিয়োগকারীরা

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের বিনিয়োগকারীরা আগামী ৩০ কার্যদিবসের জন্য লেনদেনের ক্ষেত্রে মার্জিন ঋণের সুবিধা পাবে না। শেয়ারের লেনদেন করতে হবে বিনিয়োগকারীর নগদ টাকায়।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোনো কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করলে পরিবর্তনের দিন থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের জন্য লেনদেনে মার্জিন ঋণের সুবিধা পাবে না। আগামী ২২ ডিসেম্বর, রোববার থেকে এ কোম্পানির শেয়ারের লেনদেনে মার্জিণ ঋণের সুবিধা পাবে না বিনিয়োগকারীরা।

কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে আজ ১৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে এই লভ্যাংশটি চূড়ান্ত অনুমোদন হয়। এর আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। এই ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানির শেয়ারের লেনদেনে বিনিয়োগকারীরা মার্জিণ ঋণের সুবিধা পাবে না।

এসএমজে/২৪/মিন

Tagged