ব্লক মার্কেটে ১০ কোম্পানির লেনদেন ২৩ কোটি টাকা

এসএমজে ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির লেনদেন হয়েছে ২৩ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে লাফার্জ হোলসিম বাংলালাদেশ ‍লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১৬ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন। কোম্পানির মোট ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে মেকসন স্পিনিং। কোম্পানিটির মোট ১ কোটি ১৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তাছাড়া, ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওয়াইমেক্সের ১ কোটি ৮ লাখ ৫০ হাজার, এমএল ডাইং ৭০ লাখ ৯৯ হাজার, পিওনিয়ার ইন্স্যুরেন্সের ৪৫ লাখ, রেনাটার ৪১ লাখ ৬৪ হাজার, এসকে ট্রিমসের ২৭ লাখ, স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮২ হাজার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged