দেশের পুঁজিবাজার কবে আন্তর্জাতিক মানের হবে

পুরো পৃথীবি এখন একটি গ্রামে পরিণত হয়েছে। তথ্যপ্রযুক্তির নানা মাত্রার উন্নতির ফলে একটি দেশ এখন কেবলই নিজের মধ্যে থেকে যেতে পারছে না। তাকে চলতে হচ্ছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। বিশেষ করে দেশের পুঁজিবাজারের কথা এলেই চলে আসে আন্তর্জাতিক সমকক্ষতার বিষয়টি। আমাদের দেশের পুঁজিবাজার এখনো আন্তর্জাতিক মানে পৌঁছতে পারছে না। এ কারণে পুঁজিবাজার থেকে অর্থনীতি যতটা সাপোর্ট পাওয়ার কথা সেটি পাচ্ছে না। এতে শুধু ব্যক্তি-গোষ্ঠী নয় দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে।

গত প্রায় এক দশক ধরে পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করছিলো। গত বছরের মধ্যভাগে বাজার কিছুটা ইতিবাচক দিকে মোড় নেয়। বিশেষ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন হওয়ার পর বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। এটি হয় সরকারের ইতিবাচক মনোভাব এবং নানা ধরনের পদক্ষের কারণে। কিন্তু হওয়া দরকার পুঁজিবাজারের মান উন্নয়ন। যার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক সমক্ষতা অর্জন করতে সক্ষম হবে। আর এটি যদি সম্ভব হয় তাহলে বাইরে থেকে এসে বাজার মেরামত করতে হবে না। নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করেই পুঁজিবাজার স্থিতিশীল থাকবে।

Tagged