বিনিয়োগকারীদের আতঙ্কের শেষ কোথায়?

এমনিতেই পুঁজিবাজারে নানা ধরনের ইস্যু তৈরি হচ্ছে। এর সবই নেতিবাচক। এ কারণে বাজারে অস্থিরতার শেষ নেই। এর মধ্যে বিনিয়োগকারীদের আতঙ্কিত করে শেয়ার হাতিয়ে নেওয়ার চেষ্টাও রয়েছে অদৃশ্য চক্রের।

আগের কার্যদিবস পতনের মাত্রা কিছুটা কম হলেও গতকাল মঙ্গলবার বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন বাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।

এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ ছিল বেশি। যে কারণে অর্ধশতাধিক কোম্পানির ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সব খাতে ছিল সেল প্রেসার। ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ লেনদেন হওয়া প্রায় ৯০ শতাংশ কোম্পানির শেয়ারদর গতকাল কমেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

আমরা আগেও বলেছি, বিনিয়োগকারীদের আতঙ্কে রেখে কখনো পুঁজিবাজার স্থিতিশীল করা সম্ভব নয়। তাই তাদের আতঙ্ক দূর করার পদক্ষেপ নিতে হবে সবার আগে। না হলে পরিস্থিতি বদলানো সম্ভব নয়। অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করা কঠিন। তারপরও হাল ছেড়ে দেওয়ার উপায় নেই। যেভাবেই হোক এই অশুভ শক্তির বিরুদ্ধে কঠোর পদেক্ষেপ নিতে হবে। না হলে আতঙ্ক কাটবে না।

Tagged