বিক্রেতা না থাকায় হল্টেড দুই কোম্পানি

এসএমজে ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টায় বিক্রেতা উধাও হয়ে গেছে দুই কোম্পানির শেয়ারের। এতে কোম্পানি দুটির শেয়ার সার্কিট ব্রেকার স্পর্শ করে হল্টেড হয়েছে। কোম্পানি দুটি হলো- মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বেলা ১টা ২৫ মিনিট পর্যন্ত মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের স্ক্রিনে ৪০ হাজার ৮২২টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। ওই সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৮ টাকা ২০ পয়সা।

অন্যদিকে, বেলা ১টা ২৫ মিনিট পর্যন্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের স্ক্রিনে ৫৯ হাজার ৩৭৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। ওই সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৫১ টাকা ৩০ পয়সা।

এসএমজে/২৪/বা

Tagged