বড় প্রকল্পে অর্থের জোগানে বড় বান্ধব হতে পারে পুঁজিবাজার

দেশের অর্থনীতির আকার বাড়ছে। নাগরিকদের চিন্তা-চেতনায় গুণগত পরিবর্তন আসছে। মানুষে এখন দ্রুত গতির বাস্তবিক পৃথিবী দেখছে। ধীর গতির উন্নয়ন থেকে গতিশীল উন্নয়নে ফিরছে বিশ্ব। বিশ্বব্যাপি পরিবর্তন এবং দেশের অভ্যান্তরীণ চাহিদা বিবেচনা করে দেশে বড় বড় প্রকল্পের কাজ হাতে নেয়া হচ্ছে। এসব প্রকল্পে অর্থ জোগানের বড় বান্ধব হতে পারে পুঁজিবাজার। তাই সেই লক্ষ্যে দেশের পুঁজিবাজারকে ঢেলে সাজানো দরকার।

শিল্পায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের চেয়ে পুঁজিবাজার উত্তম পথ। কিন্তু নানা জটিলতায় আমাদের দেশে এই পথটি উপেক্ষিত। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চাইলে এই প্রতিবন্ধকতা কাটানো সম্ভব। একটি গতিশীল ও কার্যকর পুঁজিবাজার প্রতিষ্ঠা করা খুব একটা কঠিন কাজ নয়। এর চেয়ে অনেক কঠিন পথ পার হয়ে এই জাতি এখন উন্নয়নের পথে ধাবমান। মুক্তিযুদ্ধের মতো এতো বড় একটি কাজ এদেশের মানুষ সম্পন্ন করেছে সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে। বন্যা-খরা-ঘূর্ণিঝড়রে মতো বড় ধরনের বিপর্যয় এ দেশের মানুষ প্রতিনিয়ত মোকাবিলা করে আসছে। পুঁজিবাজারের ক্ষেত্রেও সঠিক নেতৃত্ব সৃষ্টি করা গেলে সাফল্য অসম্ভব নয়।

Tagged