নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিন

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে যে দুর্যোগ দেখে দিয়েছে বাংলাদেশ তার বাইরে নয়। সুতরাং আমাদের সতর্ক ও সচেতন হওয়াই শুধু নয় এটি একটি জীবন যুদ্ধও। এই যুদ্ধে জেতার জন্য দেশের প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। এটি শুধু নিজের বাঁচা-মরার বিষয় নয়, গোটা পরিবার ও সমাজের বিষয়। তাই আমরা বলবো, নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিন।

সরকার দেশব্যাপী ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। গণপরিবহনও এর মধ্যে রয়েছে। এটি মেনে চলা দেশবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা। আমাদের মনে রাখা প্রয়োজন উৎসব উদযাপনের জন্য ছুটি দেয়া হয়নি। সামাজিক মেলামেশা সীমিত করার জন্য এটি করা হয়েছে। যারা বিষয়টি আমলে নিচ্ছেন না, তারা কেবল নিজেরই নয়, সমাজেরও ক্ষতি করছেন। তাই আমাদের সকলকেই এ বিষয়ে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে কোনো ব্যক্তির জন্য যেনো তার পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত না হয়। দেশের নাগরিক হিসেবে এটি আমাদের সকলেরই কর্তব্য হওয়া উচিত।

Tagged