বাছ-বিচার ছাড়া শেয়ারের দর বাড়লে বিনিয়োগঝুঁকি বাড়ে

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক দুর্বল কোম্পানির শেয়ার অকারণে বাড়তে দেখা যায়। এটি বাজারে বিনিয়োগ ঝুঁকি বাড়ায়। এর জন্য কতিপয় চক্র দায়ী। এই চক্র অদৃশ্য কারসাজির মাধ্যমে শেয়ারের দর বাড়ানোয় ভূমিকা রাখে। দর একটা পর্যায় পর্যন্ত বাড়িয়ে পরে শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে উচ্চমূল্যে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ে। এরপর শেয়ারগুলো নিয়ে বিপাকে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। কারসাজি চক্র ফের অন্যকোনো কোম্পানির শেয়ার নিয়ে খেলা আরম্ভ করে। এভাবে চক্রটি বারোমাস পুঁজিবাজারে সক্রিয় থাকে। এর ফলে বাজারের ভিত্তি মজবুত হচ্ছে না। আর বিনিয়োগকারীরা হচ্ছেন সর্বস্বান্ত।

পুঁজিবাজার কর্তপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে দীর্ঘ সময় ধরে নানা মহলের যে দাবিটি রয়েছে, সেটি হচ্ছে সুশাসন কায়েম করা। এই সুশাসন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন থেকে সামগ্রিক পরিচালন পদ্ধতিতে যেমন দরকার, তেমনই দরকার পুঁজিবাজার ব্যবস্থাপনায়। এই কাজটি সম্পন্ন হলে অনেক কিছুই সহজ হয়ে যায়। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হওয়ার সুযোগ বাড়ে। পাশাপাশি কোম্পানির সঠিক তথ্য যদি বিনিয়োগকারীদের সময় সব সময় অবাধে পৌঁছে তাহলে তারা কোনটা দুর্বল শেয়ার আর কোনটা ভালো বুঝতে সক্ষম হবেন।

Tagged