সূচক দেখে পুঁজিবাজারের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে কি?

সূচকের মাথা সবুজ থাকলেই পুঁজিবাজার ভালো হয়ে যাচ্ছে, এমনটি সব সময় বলা মুশকিল। অনেক সময় দেখা যায় সূচক বাড়ছে কিছু কোম্পানির শেয়ার লেনদেনের ওপর ভিত্তি করে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমছে। এ কারণে লোকসান কমছে না বিনিয়োগকারীদের। এখনও অনেক শেয়ারের দর যৌক্তিক পর্যায়ের চেয়ে নিচে রয়েছে। এসব শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কা কাটছে না। এই শঙ্কা দূর না হলে প্রকৃত চিত্র বোঝা যাবে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ধারাবাহিকভাবে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের এক প্রকার আগ্রহ সৃষ্টি হচ্ছে। লেনদেন বাড়ছে, সূচক বাড়ছে। অপর দিকে অধিকাংশ শেয়ারের দরপতনও হচ্ছে থেমে থেমে। সুতরাং কয়েক বছরের দরপতনের মধ্যদিয়ে বাজারে শেয়ার দর যেভাবে অবমূল্যায়িত হয়েছে, সেই পরিস্থিতি অনুযায়ী শেয়ার দর বাড়ছে না। এ কারণে বাজারের স্থিতিশীলতার বিষয়টি বরাবরের মতো এখনও প্রশ্নের বাইরে নয়। বাজার স্থিতিশীল হতে হলে আরও অগ্রগতির প্রয়োজন আছে। সে বিষয়টি মাথায় রেখেই সংশ্লিষ্টদের পদক্ষেপ অব্যাহত রাখা প্রয়োজন।

Tagged