ফের হতাশায় বিনিয়োগকারীরা

দেশের পুঁজিবাজারে টানা দরপতনে লেনদেন ক্রমাগত কমছে। গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৭৬৪ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। এ লেনদেন সোমবারের তুলনায় প্রায় ৫৪ কোটি টাকা কম। তবে দুই সপ্তাহ আগের তুলনায় কম হাজার কোটি টাকা।

তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদরের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা তুলে নেওয়ার পর গত ২২ জানুয়ারি থেকে ক্রমাগত লেনদেন বেড়েছিল। ওই সময়ে দিনে ৬০০ থেকে ৭০০ কোটি টাকার লেনদেন প্রায় ২ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায়। গত ৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ ১ হাজার ৮৫৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। ওই দিনের তুলনায় গতকালের লেনদেনের পরিমাণ ছিল ৪১ শতাংশ।

প্রায় দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে লেনদেন কমছে। দরপতনের ফলে অনেকের বিনিয়োগকৃত শেয়ারমূল্য কমেছে। ফলে সক্রিয় বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার পরিমাণ সীমিত হয়ে পড়েছে। মাঝে নতুন করে বিনিয়োগ এলেও সে ধারাও স্তিমিত, যার সার্বিক প্রভাব আছে লেনদেনে। ফের হতাশা তৈরি হতে পারে বিনিয়োগকারীদের মধ্যে।

Tagged