ফেব্রুয়ারিতে বিও অ্যাকাউন্ট বেড়েছে ১৪৪টি

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূচকে উত্থান পতনের মধ্যে দিয়ে পার করেছে। বাজারের এই উত্থান-পতনে বিনিয়োগকারীরা এখনও আস্থাহীনতায় রয়েছেন। তাই এক মাসের ব্যবধানে বিও হিসাব খোলার প্রবণতা বেড়েছে সামান্য। ফেব্রুয়ারি মাসে মাত্র ১৪৪টি বিও হিসাব বেড়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৬৪৭টি। জানুয়ারি মাসের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিও হিসাবের পরিমাণ ছিল ২৫ লাখ ৭৮ হাজার ৫০৩টি। অর্থাৎ মাসের ব্যবধানে বাজারে নতুন করে বিও হিসাব বেড়েছে ১৪৪টি।

২০১০ সালের পর বিও অ্যাকাউন্ট কমতে থাকে, বর্তমানে অর্ধেকের বেশি বিও অ্যকাউন্ট শূন্য। সিডিবিএল এর সর্বশেষ তথ্য অনুযায়ী ১৪ লাখের বেশি বিও অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে না।

২৫ লাখ ৬৫ হাজার ৩৬৮ জন বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ১৮ লাখ ৮০ হাজার ৩৮৩ জন। জানুয়ারি মাসের শেষ দিনে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৮ লাখ ৭৯ হাজার ৮১৮ জন। অর্থাৎ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারী বেড়েছে ৫৬৫ জন।

একই সময়ে নারী বিনিয়োগকারী ৪৯৪ জন কমেছে।  ফেব্রুয়ারির শেষ কার্যদিবস নারী বিনিয়োগকারী ছিল ৬ লাখ ৮৪ হাজার ৯৮৫ জন। আর জানুয়ারির শেষ কার্যদিবস নারী বিনিয়োগকারী ছিল ৬ লাখ ৮৫ হাজার ৪৭৯ জনে।

ফেব্রুয়ারির শেষ কার্যদিবসের কোম্পানি বিনিয়োগকারী ছিল ১৩ হাজার ২৭৯ জন। জানুয়ারির শেষ কার্যদিবস কোম্পানি বিনিয়োগকারী ছিল ১৩ হাজার ২০৬ জন। এক মাসের ব্যবধানে কোম্পানি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৭৩ জন।

ফেব্রুয়ারির শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারী ছিল ২৪ লাখ ২০ হাজার ১৯৬ জন। জানুয়ারির শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারী ছিল ২৪ লাখ ১৯ হাজার ৯০১  জনে। এক মাসে দেশি বিনিয়োগকারী বেড়েছে  ২৯৫ জন।

একই সময়ে বিদেশী বিনিয়োগকারী কমেছে ২২৪ জনে। ফেব্রুয়ারির শেষ কার্যদিবসে বিদেশী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৭২ জন। জানুয়ারির শেষ কার্যদিবস বিদেশী বিনিয়োগকারী ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯৬ জন। সূত্র: সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)

এসএমজে/২৪/রা

Tagged