ক্ষুদ্র বিনিয়োগকারীরা দেশের অর্থনীতিতে বৃহৎ ভূমিকা রাখেন

দেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োকারীদের আমরা ‘ক্ষুদ্র’ বিলে থাকি। আসলে তারা কিন্তু ক্ষুদ্র নয়। লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী মিলে কিন্তু বৃহৎ হয়। সে হিসেবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বৃহৎ ভূমিকা রেখে আসছেন দেশের পুঁজিবাজারে। ক্ষুদ্র হলেও বিনিয়োকারীদে ক্ষুদ্র করে দেখা ঠিক নয়। তারা পুঁজিবাজারের প্রাণ। সেই হিসেবে যদি তাদের মূল্যায়ন করা হয় তা হলে দেশের পুঁজিবাজার ও অর্থনীতি উভয়ই লাভবান হতে পারে।

দেশে শিল্পপতিদের সরকার ও সমাজ নানাভাবে মূল্যায়ন করে। সিআইপি-ভিআইপি ইত্যাদি বিশেষণ দেয়া হয়। তারা সমাজ ও রাষ্ট্রে কাছে অধিক গুরুত্ব পান। পেতেই পারেন দেশের অর্থনীতিতে তাদের ভূমিকা রয়েছে। অপর দিকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেভাবে মূল্যায়ন পান না। তাদের স্বার্থ দেখার ব্যাপারে অনেক ক্ষেত্রেই কার্পপণ্য দেখা যায়। এটি কিছুতেই কাম্য নয়। বিশেষ করে পুঁজিবাজারের ক্ষেত্রে। এখানে একজন শিল্প উদ্যোক্তার প্রয়োজন যেমন রয়েছে, একজন ক্ষুদ্র বিনিয়োগকারীরও গুরত্ব কম নয়। তাই উচিত হবে তাদের স্বার্থ, সম্মান, গুরুত্ব যাতে বজায় থাকে সে দিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখা। এই কাজটি যদি করা হয়, তা হলে দেশ উপকৃত হবে।

Tagged