যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল আজ

স্বাস্থ্য ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) আজ শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) তত্ত্বাবধানে ওয়াশিংটনের সিয়াটলের হেলথ রিসার্চ ইনস্টিটিউটে এক রোগীর ওপর পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এনআইএইচ ও মডের্না ইনকের যৌথ সহযোগিতায় এ ভ্যাকসিন তৈরি করা হয়েছে। যা ৪৫ জন রোগীর ওপর পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে। ভ্যাকসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

মার্কিন চিকিৎসক জানান, একটি পরীক্ষামূলক ওষুধের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। মোট ১৫ জন গুরুতর অসুস্থ রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ হয়ে উঠছেন।

এদিকে, বিশ্বের নানা ল্যাবরেটরিতে বেশ কয়েকটি রিসার্চ গ্রুপে কোভিড-১৯ এর জন্য কার্যকর ভ্যাকসিন তৈরির কাজ করা হচ্ছে। কিছু রিসার্চ গ্রুপ সাময়িক  ভ্যাকসিনের জন্য কাজ করছে, যা স্থায়ী ভ্যাকসিন তৈরির আগে চার মাস রোগীকে সুস্থ রাখবে।

উল্লেখ্য, বিশ্বের ১৫৭টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে । এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৫ জন। সর্বশেষ আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৯৫৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫ হাজার ৯১০ জন।

এসএমজে/২৪/মি

Tagged