পুঁজিবাজার সঠিক উপায়ে চললে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি উপকৃত হবে

অতিমারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্বব্যাপি অর্থনীতি মন্দার কবলে পড়েছে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য উন্নত দেশগুলো নানাভাবে চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ২০২২ সালের আগে মন্দা উত্তরণ সম্ভব নয়। আমাদের দেশেও করোনার প্রভাবে অর্থনীতি কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমরা যদি সঠিক প্রস্তুতি নিতে না পারি, তাহলে সংকট সৃষ্টি হতে পারে। বিশেষ করে শিল্পায়ন এবং রুগ্ন শিল্পকে বাঁচানো খুবই জরুরি। আর এক্ষেত্রে পুঁজিবাজার হতে পারে উপযুক্ত মাধ্যম।

আমরা বহুবার বলেছি, উন্নতবিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পুঁজিবাজারকে যেভাবে কাজে লাগিয়েছে আমরা সেভাবে পারিনি। এর জন্য নানাবিধ কারণ দায়ী। সেসব কারণ চিহ্নিত করে পদক্ষেপ নিতে পারলে পুঁজিবাজার অর্থনীতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। এর জন্য পুঁজিবাজারে সরকারের কাড়ি কাড়ি টাকা ঢালতে হবে না। ব্যবস্থাপনার উন্নতির মধ্য দিয়েই এটি সম্ভব। মানুষ যদি পুঁজিবাজারের প্রতি আস্থা রাখতে পারে, বিশেষ করে বেকার জনগোষ্ঠী, যাদের সামান্য অর্থ হাতে আছে কিন্তু কিছু করতে পারছেন না, তারা এখানে সক্রিয় হতে পারেন। এতে দেশ ও জনগোষ্ঠী উভয়েরই উপকার হবে।

Tagged