খুলনা পাওয়ারের ৪০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। আজ রোববার রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে এই এজিএম হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির  চেয়ারম্যান হাছান মাহমুদ রাজা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই কোম্পানি আগের বছর ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। গত বছরের তুলনায় এবার ১০ শতাংশ বেশি ডিভিডেন্ড দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে। ডিভিডেন্ডের পরিমাণ সামনে আরো বাড়বে বলে বিনিয়োগকারীরা আশা করনে। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির কর্মকর্তারা।

এসএমজে/২৪/রা

Tagged