পুঁজিবাজার থেকে অসৎপন্থা দূর করতে হবে

অসৎপন্থায় মুনাফা বা টাকা হাতিয়ে নেয়ার প্রবণতা দেশের পুঁজিবাজার থেকে দূর করা প্রয়োজন। এটি বাজারের কণ্ঠরোধ করে আছে। এ কারণে আশানুরূপ উন্নতি সম্ভব হচ্ছে না। পুঁজিবাজার জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এবং স্পর্শকাতর জায়গা। এখানে একটুখানি অনিয়ম হলে লাখ-লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। যা শেষ পর্যন্ত দেশের ক্ষতি হিসেবেই দেখা দেয়। তাই সবার আগে এই বিষয়ে মনযোগী হওয়া দরকার।

অনেক মানুষ দেশ-বিদেশে চাকরি করে সামন্য সঞ্চয় থেকে একটু মুনাফা পাওয়ার আশায় পুঁজিবাজারে বিনিয়োগ করেন। আবার কেউ কেউ উপার্জনের অন্যকোনো সুযোগ না পেয়ে জায়গা-জমি বিক্রি করেও এখানে বিনিয়োগ করেন। কারণ এটি উপর্জনের করার বৈধ ক্ষেত্র। এতে ব্যক্তি এবং দেশের অর্থনীতি উভয়ই লাভবান হতে পারে। কিন্তু দেখা যায় এখানে কতিপয় ব্যক্তি বা চক্র অসৎপন্থায় অতি মুনাফা বা টাকা হাতিয়ে নেয়ার প্রবণতায় থাকে। এতে বিভিন্ন সময় সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এই ক্ষতি থেকে রক্ষা করতে না পারলে পুঁজিবাজারে স্বচ্ছতা আসবে না। এটি একটি ভৌতিক বা যাদুকরী ব্যাপার মনে হবে। যা বিশ্বব্যাপি আধুনিক পুঁজিবাজারের ধর্মের সঙ্গে মেলে না। তাই আমরা বলতে চাই, সর্বনামশর মূলে রয়েছে এই অসৎপন্থা। একে দূর করার মধ্য দিয়েই পুঁজিবাজার স্বচ্ছ হতে পারে।

Tagged