সূচক বাড়লেও বিনিয়োগকারীদের হতাশা কমছে না

দেশের পুঁজিবাজারে সম্প্রদি সূচক বাড়লেও বিনিয়োগকারীদের হতাশা কমছে না। কারণ আশানুরূপ বাড়ছে না অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এতে বিনিয়োগকারীরা প্রাণ খুলে হাসতে পারছে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কারণে লেনদেনে কিছুটা গতি থাকলেও সামগ্রিকভাবে বাজারে এখনও প্রত্যাশিত মাত্রায় অগ্রগতি কম। এ কথাও বলা যায় প্রায় এক দশকের ক্ষতি বিনিয়োগকারীরা এই অল্প সময়ে কাটিয়ে উঠতে পারবেন না। তবে যেটুকুই অগ্রগতি হয়েছে, সেটিকে আরও বেগবান করার কোনো বিকল্প নেই।

পুঁজিবাজারকে একটি শক্তপোক্ত জায়গায় নিতে হলে সুশাসনের বিকল্প নেই। বর্তমান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) হয়তো বিষয়টি উপলব্ধি করতে পেরেছে। তবে দীর্ঘ দিনের অনিয়মের ফলে বাজারে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এটি অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তবে আগে ইচ্ছা থাকাটাই জরুরি। কারণ কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। বিএসইসির যে গতিতে কাজ করছে এটি আশাব্যাঞ্জক। এই গতি ধরে রাখাটাই সব চেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ যারা পুঁজিবাজারকে কতিপয় চক্রের টাকা হাতানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চায়, তারাও কম শক্তিশালী নয়। তবে যত শক্তিশালীই হোক বিএসইসি অবিচল থাকলে বাজার টিক করা সম্ভব।

Tagged