বিজয়ের চেতনায় উজ্জীবিত হোক পুঁজিবাজার

আজ ১৬ ডিসেম্বর, জাতীয় বিজয় দিবস। দীর্ঘ লড়াই-সংগ্রাম আর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। পৃথিবীর মানচিত্রে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। এরপর থেকে ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এদিন জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে তার শ্রেষ্ঠ সন্তান শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের। দেশব্যাপি নেওয়া হয় নানা ধরনের কর্মসূচি। আমরা জাতির এই মহান দিনে পাঠক ও বিনিয়োগকারীদের বিজয়ের শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আশা করছি বিজয়ের চেতনায় উজ্জীবিত হোক দেশের পুঁজিবাজার।

একটি স্বাধীন দেশ পেয়েছি বলেই আজ আমরা কেউ শিল্প উদ্যোক্তা, কেউ বিনিয়োগকারী, কেউ নেতা, কেউ মন্ত্রী। সবই সম্ভব হয়েছে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনার অর্থনীতি গড়ে তুলতে পারি তখনই সম্ভব হবে সত্যিকারের বিজয় অর্জন। আর এই পথে সহায়ক হতে পারে একটি উন্নত পুঁজিবাজার। যার মধ্য দিয়ে অর্থনীতি মজবুত ভিত্তি পেতে পারে। এই প্রত্যাশাই করি বিজয়ের এই দিনে।

Tagged