পুঁজিবাজারে রাতারাতি মুনাফার মানসিকতা ত্যাগ করতে হবে

বাজারের অবস্থা ভালো থাকলেই যেনতেনভাবে বিনিয়োগ করা ঠিক নয়। এতে হিতেবিপরীত হতে পারে। অনেক বিনিয়োগকারী মনে করেন, এখনই দ্রুত মুনাফা তুলে নিতে হবে। এটি সঠিক সিদ্ধান্ত নয়। রাতারাতি মুনাফা তুলে নেওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে। না হলে বড় ধরনের লোকসানের কবলে পড়তে হতে পারে।

স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে রাতারাতি মুনাফা তোলার সুযোগ থাকে বলে এক শ্রেণির বিনিয়োগকারীর অযৌক্তিক আগ্রহ দেখা যায়। এদের মধ্যে অনেকেরই পুঁজিবাজার সম্পর্কে স্বচ্চ ধারণা অভাব রয়েছে। অনেকে ভিত্তিহীন গুজবে পড়ে এসব দূর্বল শেয়ারে সম্পৃক্ত হন। আবার অনেকে কারসাজিকারিদের সহযোগী হিসেবে শামিল হন। ফলে সল্পমূলধনী কোম্পানির বিনিয়োগকারীদের মধ্যে বেশিরভাগ বিনিয়োগকারীই লোকসান গুনেন। মুনাফা করলেও খুব বেশি সুবিধা করতে পারেন না।

বিনিয়োগকালে ধৈর্য ও বুদ্ধিমতা দেখাতে হবে। কানকথায় শেয়ার কিনে আবার সেই শেয়ার থেকে দ্রুত মুনাফা তোলার মানসিকতা ঠিক নয়। এতে বিনিয়োগঝুঁকি বেড়ে যায়। তখন পুঁজিবাজারকে দায়ী করে কোনো লাভ হয় না। নিজের দোষে সর্বস্বান্ত হলে কেউ বাঁচাতে পারবে না। এই কারণে মাথা ঠিক রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই মুখ্য।

Tagged