পাঠক, বিনিয়োগকারী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

পাঠক, পুঁজিবাজারের বিনিয়োগকারী ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই দিনে সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক আনন্দের বার্তা। কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই এদেশের মুসলমানদের ঐতিহ্য। এবারও এমনটিই আশা করছি আমরা।

দেশ কঠিন সময় পার করছে, বিশ্ব অর্থনীতির মন্দা দেশেও প্রভাব ফেলছে। তাই সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা ধরনের অস্বস্তি। বিশেষ করে মূল্যস্ফীতির উচ্চ হার সবাইকে চাপে ফেলেছে। এ কারণে অনেকে হয়তো ঈদের সময় অস্বস্তিতে রয়েছেন। আমাদের আশা, এমন আনন্দের দিনে একে অপরের পাশে দাঁড়াবেন। গড়ে তুলবেন মানবিকতার উন্নত দৃষ্টান্ত। এতে অনেক কাজ হবে। বিশেষ করে যারা ঈদ উদযাপন করতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোটা হবে মানবতার গভীর প্রকাশ।

বাংলাদেশের মানুষ সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ায়। এটি একটি বড় দিক। বিশেষ করে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যেও অনেকে সংকটগ্রস্ত থাকতে পারেন। আমাদের কামনা আপনা সংকট কাটিয়ে উঠুন। নিজেদের মেধা, পরিশ্রম ও সততা দিয়ে প্রতিটি পদক্ষেপ নিন। তা হলে বাংলাদেশ চূড়ায় উঠবে।

Tagged