দেশের চেয়ে ব্যক্তি বড় নয়

দেশের চেয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠান বড় নয়। বিশেষ করে গণতান্ত্রিক দেশে এটি কাম্য নয়। এ কথা কম-বেশি সবাই জানলেও আমাদের দেশে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যত্যয় দেখা যায়। যা কাম্য নয়। এতে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতির জের বইতে হয় গোটা জাতিকে।

বাংলাদেশের পুঁজিবাজারে এ ধরনের মনোভাব প্রাইয় দেখা যায়। এখানে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রম সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রশ্নবিদ্ধ হলেও এর প্রতিকার সহজে মেলে না। এ কারণে বিনিয়োগকারীদের হতাশার পাশাপাশি পুঁজিবাজারের ভাবমূর্তি নষ্ট হয়। বর্তমানে পুঁজিবাজারের ভাবমূর্তি বা আস্থার সংকট চরমে উঠেছে। এক সময়ের প্রায় ৮শ কোটি টাকার লেনদেন নেমে এসেছে ২শ কোটি টাকায়। এটি একদিনে হয়নি। এর মধ্যে অনেক সময় গড়িয়ে গেছে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। কতিপয় ব্যক্তির বিরুদ্ধে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের আনাস্থা দেখা গেলেও ওই ব্যক্তিরা আছেন বহালতবিয়তে। এই পরিস্থিতি গোটা পুঁজিবাজারের জন্য অস্বস্তিকর। ফলে নীতিনির্ধারকদের সবার আগে দেশের কথা ভাবা প্রয়োজন এবং সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ কাম্য। এতে দেশ এবং ব্যক্তি সবাই উপকৃত হবে।

Tagged