পাহাড় সমান অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা

বলা হয় প্রতিদিনের সূর্যই নতুন। তাই নতুন করে সুদিনের আশা নিয়ে মানুষ দিন শুরু করে। কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে যেনো দীর্ঘ সময় ধরে সূর্যওঠা থমকে আছে। সুদিনের কোনো আভাস নেই। তাই পাহাড় সমান অনিশ্চয়তায় রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাদের দিন কাটে আতঙ্কে, রাত কাটে নির্ঘুম। দিন যতই যাচ্ছে পুঁজিবাজারের সুদিনের ক্ষণগণনা যেনো শেষ হচ্ছে না।

গত সপ্তাহের সবকটি কার্যদিবসসহ টানা ছয় দিন বাজার পতনমুখী ছিল। এর আগে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের তহবিল ঘোষণার পর বাজার কিছু দিনের জন্য ঘুরে দাঁড়ালেও এটি শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। এতে পুনরায় হতাশা তৈরি হয়। বিশেষ করে টানা পতন দিন দিন বেড়েই চলছে। এর পেছনে কী ধরনের শক্তি কাজ করছে, বলা কঠিন। বছরের পর বছর চলতে থাকা এই সংকট উত্তরণে নানা ধরনের পদক্ষেপের কথা বলা হলেও, সেগুলো বাজারের মোড় ঘুরাতে পারেনি। তাই একের পর এক পদক্ষেপ যদি ব্যর্থ হতে থাকে তখন বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়াটাই স্বাভাবিক। এখন এই অনিশ্চয়তা কাটানোর কোনো বিকল্প নেই।

Tagged