ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু বেলা ১টায়

এসএমজে ডেস্ক:

অনিবার্য কারণবশত দেরিতে শুরু হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজকের লেনদেন। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

এর আগে, সকালে ডিএসই ও সিএসইতে লেনদেন সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ১১টায় হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ তথ্য অনুসারে লেনদেন ১টায় শুরু হবে।

এর আগে, গতকাল বুধবার অব্যাহত ধস ঠেকাতে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বিকেলে অনুষ্ঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর সিদ্ধান্তের পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও একই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: ডিএসই ও সিএসই।

এসএমজে/২৪/বা

Tagged