দাম কমলেও ভালো শেয়ারে সম্ভাবনা থাকে

পুঁজিবাজার থেকে প্রতিদিনই লাভ করা যায় না। এমনকি কখনো কখনো প্রতি মাসেও লাভ হবে না। তারপরও বিনিয়োগকারীর মধ্যে অস্থিরতা থাকলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় দেখা যায়, কিছুটা দরপতন হলেই অনেকে হাতে থাকা ভালো মৌলভিত্তির শেয়ার লোকসানে ছেড়ে দেন। এই ক্ষেত্রে একটু ভেবে দেখার দরকার আছে। বুঝার প্রয়োজন আছে হাতে থাকা শেয়ারটি কী ধরনের। এই কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কেও জানা থাকা দরকার। বিশ্লেষণ করে দেখতে হবে কোম্পানিটি যদি ভালো মৌলভিত্তির হয়, তা হলে দাম কমলেও এর সম্ভাবনা রয়েছে। আর কিছু না হলে অন্তত বছর শেষে ডিভিডেন্ড আসতে পারে। এছাড়াও কোম্পানির ব্যবসা ভালো হলে শেয়ার দর বাড়তে পারে।

একটি বিষয় সব সময়ই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হওয়া। তা হলে বোঝা যাবে কোন ধরনের কোম্পানি কখন ভালো অবস্থায় যাবে। বিশেষ করে গুজব বা কানকথায় দুর্বল শেয়ারে বিনিয়োগ না করে, নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে বিশ্লেষণ করে বিনিয়োগ করতে হবে। সব ধরনের ব্যবসায়ই লোকসানের ঝুঁকি থাকে। তারপরও মানুষ ব্যবসা করে মুনাফা করে। সেটি তখনই সম্ভব হয় যখন বিনিয়োগকারী ওই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। না হলে সব ব্যবসায়ই পস্তাতে হয়।

Tagged